আমাদের যত তিমি-ডলফিন
তিমি বা ডলফিন মানেই আমাদের কাছে বিদেশি ‘জন্তু’। টেলিভিশন চ্যানেলেই শুধু তাদের দেখা মেলে, দূর থেকে দেখে আনন্দ পাওয়া যায়। কিন্তু আমাদের এই দেশেও ছড়িয়ে-ছিটিয়ে আছে নানা জাতের ডলফিন। আমাদের সমুদ্রসীমাতেও সাঁতার কাটে তিমি। তাদের নিয়েই লিখেছেন খসরু চৌধুরী
নদী-খালগুলোয় হঠাত্ হঠাত্ চোখে পড়ে এদের। নৌকায় করে চলতে গিয়ে হঠাত্ দেখা যায়, ভুশ করে ভেসে ওঠে, আবার ডুবে যায় মেটে রঙের একটি প্রাণী। কাউকে জিজ্ঞেস করলে হেসে বলে—শুশুক।
অথচ এটি নিখাদ এক প্রজাতির ডলফিন! এটিই মিষ্টি পানির গাঙ্গেয় ডলফিন। আরও কয়েকটি প্রজাতির মতো আমাদের এক দুর্লভ... বিস্তারিত
নদী-খালগুলোয় হঠাত্ হঠাত্ চোখে পড়ে এদের। নৌকায় করে চলতে গিয়ে হঠাত্ দেখা যায়, ভুশ করে ভেসে ওঠে, আবার ডুবে যায় মেটে রঙের একটি প্রাণী। কাউকে জিজ্ঞেস করলে হেসে বলে—শুশুক।
অথচ এটি নিখাদ এক প্রজাতির ডলফিন! এটিই মিষ্টি পানির গাঙ্গেয় ডলফিন। আরও কয়েকটি প্রজাতির মতো আমাদের এক দুর্লভ... বিস্তারিত